'ইন্ডিয়া' জোটের কামাল, কমল গ্যাসের দাম!মমতা, খাড়গের নিশানায় মোদী সরকার

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে মোদী সরকার।

author-image
Aniruddha Chakraborty
New Update
nk,mn

file pic

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ গৃহস্থালীর কাজে ব্যবহৃত ১৪.২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী মন্ত্রিসভা। বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীদের মতে, মোদী সরকারের এই পদক্ষেপ ঐতিহাসিক। তাদের মতে, দেশের মহিলাদের রাখি বন্ধনের উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে, রান্নার গ্যাসের দাম কমা, বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের জয় বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মতে, এটা রাখির উপহার নয়, বরং নির্বাচনী উপহার।

রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমানোর ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "এখনও পর্যন্ত, গত দুই মাসে ইন্ডিয়া জোটের মাত্র দুটি বৈঠক হয়েছে। আর আজ আমরা গ্যাসের দাম ২০০ টাকা কমতে দেখছি। এটাই 'ইন্ডিয়া' জোটের দম।"  

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "জনগণের কষ্টার্জিত অর্থ লুট করে, নির্দয় মোদী সরকার এখন মা-বোনদের প্রতি সদিচ্ছা প্রদর্শন করছে। সাড়ে ৯ বছর ধরে, ৪০০ টাকার এলপিজি সিলিন্ডার ১১০০ টাকায় বিক্রি করে, তারা সাধারণ মানুষের জীবন ধ্বংস করে চলেছে। সাড়ে ৯ বছর ধরে নির্যাতনের পর, এই 'নির্বাচনী ললিপপ' কোনও কাজে লাগবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একমাত্র বিকল্প হল বিজেপিকে প্রস্থানের দরজা দেখানো।"