মধ্যবিত্তের জন্য সুখবর! বিনামূল্যে পাওয়া যাবে রান্নার গ্যাসের সিলিন্ডার

দেশে শাক সব্জির কিংবা পেট্রোল ডিজেলের মতো প্রতিনিয়ত দাম বাড়ছে রান্নার গ্যাসের। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ বিনামূল্যে এবার রান্নার গ্যাসের সুবিধা দিচ্ছে।

author-image
Probha Rani Das
New Update
cylinderrq3.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সারা দেশে গত কয়েক বছর ধরে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে রান্নার গ্যাস সিলিন্ডারেরও দাম ক্রমশ বাড়ছে। অন্যদিকে রান্নার গ্যাস ছাড়া চলা সাধারণ মানুষের কাছে কঠিন বিষয়। আর যেভাবে রান্নার গ্যাসের দাম দিন দিন বাড়ছে তাতে করে সবথেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে মধ্যবিত্ত পরিবার। রান্নার গ্যাসের এই বাড়তে থাকা দাম মধ্যবিত্ত পরিবারের মাথায় হাত ফেলেছে।

cylinderrq1.jpg

প্রসঙ্গত, দেশের এমন কিছু মানুষ রয়েছে যাদের পক্ষে এত দাম দিয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কেনা সম্ভব নয়। দেশের মানুষদের এই সমস্যা থেকে মুক্তি দিতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। রান্নার গ্যাসের এই বাড়তে থাকা দামের সমস্যার থেকে সমাধান দিতে কেন্দ্রীয় সরকার একটি বিশেষ প্রকল্প চালু করেছে। যেটি হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে সারা দেশের অনগ্রসর মহিলারা রান্নার গ্যাসের কানেকশন বিনামূল্যে পান। গোটা দেশের বহু মহিলারা এই সুযোগ সুবিধাটি পেয়ে থাকেন। ভারতের প্রত্যেকটি বাড়িতে যাতে জ্বালানির সুবিধা থাকে, সেটি নিশ্চিত করাই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পটির আওতায় দেশের প্রত্যেক উপভোক্তাকে বছরে ১২টি এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হয়। এই প্রকল্পের কারণে উপভোক্তারা প্রত্যেক গ্যাসের সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ছাড় পায়।

cylinderrq2.jpg

সারা দেশের মোট ৯.৬ কোটি অনগ্রসর মহিলারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় রয়েছেন। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্প নিয়ে আরও এক নতুন ঘোষণা করে হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের মাধ্যমে আরও ৭৫ লক্ষ নতুন কানেকশন দেওয়া হবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় এলপিজি গ্যাসের সিলিন্ডারের মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০.৩৫ কোটি। কিন্তু এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? কীভাবেই বা করবেন আবেদন? সেই নিয়েই উঠছে প্রশ্ন।

modi gaming.png

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের জন্য যারা আবেদন করতে চান তাঁদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। অর্থাৎ আবেদন করার জন্য মহিলা আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর। আবেদনকারীর পরিবারের অন্য কারোর এলপিজি কানেকশন থাকলে এই প্রকল্পের সুবিধা সে পাবে না। তবে তফসিলি জাতি, উপজাতি, গরিব পরিবার, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতাভুক্ত পরিবার আওতাভুক্ত মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।