বিবিধের মাঝে দেখো মিলন মহান...

 ভারতবর্ষ মানে বিভিন্ন সংস্কৃতির মিলনস্থল।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
yjet5

নিজস্ব সংবাদদাতা: লেখক লিখেছেন যে বিবিধের মাঝে দেখো মিলন মহান। সত্যিই তাই। ভারতবর্ষের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে অনন্য সব সংস্কৃতি। কয়েকশো কিলোমিটার অন্তর প্রকৃতি নিজের রূপ বদলায়, তার সঙ্গে বদলে যায় ভাষা, খাবার-দাবার, পোশাক।

Kanchanjangha: কাঞ্চনজঙ্খা দেখতে আর যেতে হবে না দার্জিলিং, ধূপগুড়ি থেকেই  পর্যটকদের নজর কাড়ছে সোনালি চূড়া - Bengali News | Kanchanjangha You don't  have to go to Darjeeling ...

এই ভারতেরই এক প্রান্তে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এবং অপর প্রান্তে রয়েছে সুবিস্তীর্ণ মহাসাগর। এখানে রাজ্যের সঙ্গে সঙ্গে বহমান নদ-নদীও নাম পাল্টে ফেলে। গঙ্গা হয়ে ওঠে যমুনা। প্রত্যেক রাজ্যের নিজস্ব সৃষ্টি ও কৃষ্টি স্বরূপ নৃত্য ও সঙ্গীত কলা রয়েছে।

Gujarat's Garba dance enters UNESCO's list of 'intangible cultural  heritage' | Ahmedabad News - The Indian Express

যেমন গুজরাটের গরবা, বাংলার ছৌ নৃত্য, রাজস্থানের ঘুমর, বেনারসের কত্থক।

60 Best South Indian Wedding Sarees: Latest Kanjeevaram Silk & Pattu  Designs for Brides to Explore!

সঙ্গীতের ক্ষেত্রে গুজরাটের ছন্দে মাখা দুহা, বেলারা আর বাংলার আছে মন ভোলানো বাউল। গুজরাট হোক বা রাজস্থান, বাংলা হোক বা দক্ষিণ ভারত, শাড়ি পরার রীতি আছে সকল মহিলাদের মধ্যেই। কিন্তু ধরণ ও শাড়ির কাপড় কিন্তু বেশ অন্যরকম। পাঞ্জাবে আবার মহিলারা সালোয়ার-কামিজই বেশি পরেন। এই সব বিবিধ জিনিসের মধ্যেই সবার কিন্তু দিনশেষে পরিচয় একটাই। আমরা সবাই ভারতীয়।