নিজস্ব সংবাদদাতা, ধামরা, উড়িষ্যা: গতকাল মধ্যরাতে ভিতরকণিকার ধামরায় ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় দানা। দানার প্রভাবে লণ্ডভণ্ড হয়েছে ধামরাসহ বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন জায়গায় রাস্তার ওপর পড়ে রয়েছে গাছ। কোথাও উড়ে গিয়েছে দোকানের চালা। রাস্তার ওপরে যে গেট রয়েছে সেই গেট গুলিও কিন্তু ভেঙে ঝুলছে।
এখনও পর্যন্ত ধামরায় লক্ষ্য করে যাচ্ছে ব্যাপক ঝড়ো হাওয়া ও সকাল থেকেই হচ্ছে ব্যাপক বৃষ্টিপাত। কোথায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বেলা গোড়ালে ক্ষতির সম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। লোকাল পুলিশ, প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।