নিজস্ব সংবাদদাতাঃ মহারাষ্ট্রের কল্যাণ লোকসভা কেন্দ্রের শিবসেনা প্রার্থী শ্রীকান্ত শিন্ডে আজ মনোনয়ন জমা দেওয়ার আগে রোড শো করেন।
/anm-bengali/media/media_files/l3vVd8X6k42uKizWCdx5.jpg)
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, “আবকি বার ৪০০ পার পাক্কা হ্যায়, ফির এক বার মোদী সরকার ভি পাক্কা হ্যায়'। দেশের মানুষ নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছে।”
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)