নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন সাংবাদিক বৈঠক করেন। আর বৈঠকে একাধিক বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এদিন তিনি বলেন, "আমাদের দেশের পরিস্থিতি এমন যে সর্বত্রই অধার্মিকতা। যিনি মানুষের জন্য স্কুল ও হাসপাতাল তৈরি করেছিলেন, মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন এখন জেলে। মানুষ দুঃখী কিন্তু তারা আত্মবিশ্বাসী যে তারা ৩৭০টি আসনেই জিতবেন। কীভাবে? কিছু ভুল থাকতে পারে, হতে পারে ইভিএম সংশোধন করা হয়েছে বা অন্য কিছু। এখানে এত পাপ রয়েছে যে ভগবান কৃষ্ণ নিজেকে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে চণ্ডীগড়ে বিজেপির পাপ ক্যামেরাবন্দী করেছে। মেয়র নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্ট যেভাবে রায় দিয়েছে, তাতে মনে হচ্ছে ঈশ্বর CJI-এর মাধ্যমে কথা বলছেন। কিছু লোক ভোট দিতে যায় না কারণ তারা মনে করে ইভিএমে সমস্যা আছে কিন্তু আমি তাদের কাছে আবেদন করতে চাই যে অনুগ্রহ করে ভোট দিতে যান। কেননা এবার ভগবান বিচার করবে”।