নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভে এলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেখানে তিনি বলেন, "গঙ্গা, যমুনা এবং সরস্বতীর এই পবিত্র ভূমিতে একটি আধাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে। সমস্ত ধর্মের মানুষ এখানে আসছেন। একটা ভক্তির পরিবেশের জন্ম হয়েছে এখানে।"
#WATCH | Prayagraj, UP | Lok Sabha Speaker Om Birla says, "This is an amalgamation of spirituality and religion on this pious land of the Ganga, Yamuna, and Saraswati where there is immense devotion among people..." pic.twitter.com/uOLxE002t6