নিজস্ব সংবাদদাতাঃ এবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে (Nishikant Dubey) নোটিশ পাঠানো হল। জানা গিয়েছে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে আগামী ২৬ অক্টোবর কমিটির সামনে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে লোকসভার এথিক্স কমিটি। প্রশ্ন উঠছে, সাংসদ কি হাজিরা দেবেন?