নিজস্ব সংবাদদাতাঃ সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন বৃহস্পতিবার সকালে লোকসভা দুপুর ২টা পর্যন্ত এবং রাজ্যসভা দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। লোকসভায় আম আদমি পার্টির নেতা সুশীল কুমার রিঙ্কু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
লোকসভার স্পিকার ওম বিড়লা আন্তঃঅধিবেশনের সময়কালে পাস হওয়া সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন - দু'জন বর্তমান সদস্য এবং ১১ জন প্রাক্তন সদস্য। সংসদ তার প্রয়াত সদস্যদের স্মরণে নীরবতা পালন করে।
রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ সিং ধনখড় বর্তমান সদস্য হরদ্বার দুবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আন্তঃঅধিবেশন চলাকালীন প্রয়াত নেতা এবং অন্যান্য প্রাক্তন সদস্যদের স্মরণে হাউস নীরবতা পালন করে।
মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনা সহ তাদের দাবি নিয়ে সংসদের উভয় কক্ষে মুলতুবি প্রস্তাবের নোটিশ দিয়েছিলেন বিরোধী সদস্যরা।