'নতুন সংসদ যেন কলঙ্কিত না হয়', কেন এমন বললেন অধীর?

ফের একবার মহুয়া ইস্যুতে সরব হলেন অধীর চৌধুরী।

author-image
SWETA MITRA
New Update
123

নিজস্ব সংবাদদাতাঃ এবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখলেন। তিনি এই চিঠিতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন।  চিঠিতে বলা হয়েছে, 'আমি অনুরোধ করব যে, রিপোর্টটি অধ্যয়ন এবং সংসদে আলোচনার জন্য নিজেদের প্রস্তুত করার জন্য সদস্যদের কমপক্ষে ৩-৪ দিনের পর্যাপ্ত সময় দেওয়া যেতে পারে। সুতরাং আমি আপনাকে অনুরোধ করব যে নৈতিকতা কমিটির রিপোর্টে আলোচনার জন্য এখন থেকে কমপক্ষে তিন দিন পরে একটি দিন এবং সময় নির্ধারণ করুন। নতুন সংসদ যেন কলঙ্কিত না হয়।'