দিল্লি দূষণ...জরুরি অবস্থা, হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের

হু হু করে দূষণের মাত্রা বেড়েই চলেছে শহরে।

author-image
SWETA MITRA
New Update
দিল্লি দূষণ...জরুরি অবস্থা, হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির দূষণ (Delhi Pollution) নিয়ে এবার ভয়ানক তথ্য দিলেন দিল্লির বিখ্যাত এলএনজেপি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সুরেশ কুমার। তিনি আজ সোমবার জানান, "বিগত কয়েক দিন ধরে, এয়ার কোয়ালিটি ইনডেক্স খুব গুরুতর, এটি ৫০০-রও বেশি। এর অর্থ এটি একটি মেডিকেল জরুরি অবস্থা। মানুষ শ্বাসকষ্ট, গলা ব্যথা, ঘা, কাশি, চোখে জ্বালা, অস্থিরতায় ভুগছে। এলএনজেপি-তে আমরা প্রতিদিন ২৫-৩০ জন রোগীকে জরুরি বিভাগে আসতে দেখছি। আমাদের কেবল নিজের যত্ন নিয়ে এই দূষণকারীদের এড়াতে হবে। আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে।“