BIG BREAKING: ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী! জানিয়ে দিলেন মোদী

লালকৃষ্ণ আডবাণীজিকে নিয়ে আবেগঘন বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, ভারতরত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। সূত্রে খবর, বিজেপির প্রবীণ নেতা তথা দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীকে দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হবে। শনিবার অর্থাৎ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই একথা জানান।

টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শ্রী লালকৃষ্ণ আডবাণীজিকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে। আমিও তার সঙ্গে কথা বলেছি এবং এই সম্মানে ভূষিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। আমাদের সময়ের অন্যতম শ্রদ্ধেয় রাষ্ট্রনায়ক, ভারতের উন্নয়নে তাঁর অবদান অবিস্মরণীয়। তৃণমূলে কাজ করা থেকে শুরু করে উপ-প্রধানমন্ত্রী হিসেবে দেশের সেবা করা পর্যন্ত তাঁর জীবন শুরু। তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসাবেও নিজেকে আলাদা করেছিলেন। তাঁর সংসদীয় হস্তক্ষেপ সর্বদা অনুকরণীয়, সমৃদ্ধ অন্তর্দৃষ্টিতে পূর্ণ।" 

cityaddnew

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, "জনজীবনে আডবাণীজির কয়েক দশকের দীর্ঘ সেবা স্বচ্ছতা ও সততার প্রতি অবিচল অঙ্গীকারের দ্বারা চিহ্নিত হয়েছে, যা রাজনৈতিক নৈতিকতায় একটি দৃষ্টান্তমূলক মান স্থাপন করেছে। জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক পুনরুত্থানে তিনি অতুলনীয় প্রচেষ্টা চালিয়েছেন। তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা আমার কাছে এক আবেগঘন মুহূর্ত। আমি সর্বদা এটি আমার সুযোগ হিসাবে বিবেচনা করব যে আমি তাঁর সঙ্গে  আলাপচারিতা করার এবং তাঁর কাছ থেকে শেখার অসংখ্য সুযোগ পেয়েছি।" 

aad

aad