লোকসভা নির্বাচনের আগে বিহারের রাজনীতিতে নয়া মোড়! কী বলছেন চিরাগ পাসওয়ান

বিহারে লোকসভা নির্বাচনের আসন ভাগাভাগি চূড়ান্ত হয় এনডিএ-র শরিক দলগুলোর মধ্যে। এলজেপি (রাম বিলাস) সভাপতি চিরাগ পাসওয়ান বলেন, তাঁর দল বিহারে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কর্মীদের কঠোর পরিশ্রমের ফল এটা।

author-image
Tamalika Chakraborty
New Update
chirag.jpg

নিজস্ব সংবাদদাতা:  এলজেপি (রাম বিলাস) সভাপতি চিরাগ পাসওয়ান বলেন,  বিহারে এনডিএ-র আসন ভাগাভাগি চুক্তিতে তাঁর দল পাঁচটি আসন পেয়েছে। তিনি মন্তব্য করেন, "দলের কর্মীরা যাঁরা নিরলসভাবে কাজ করেছিলেন, তাঁদের কঠোর পরিশ্রম অবশেষে আজ ফল পেয়েছে।এটা প্রত্যেক বিহারীর বিশ্বাসের ফল যাঁরা 'বিহার আগে, বিহারী আগে'-এ অবদান রেখেছিলেন।"

chirag-paswan-nitish.jpg

 

 tamacha4.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg

tamacha.jpeg