BIG NEWS: পুজোর আগে বড় ধাক্কা!

পুজোর আগে বড় ধাক্কা পেতে চলেছেন তাঁরা যাঁদের অ্যাকাউন্ট রয়েছে দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্কে। সমস্যায় না পড়তে চাইলে তাড়াতাড়ি জেনে নিন এখানে ক্লিক করে।

author-image
Anusmita Bhattacharya
New Update
durga.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক HDFC তাদের সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করেছে৷ এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? তাহলে পুজোর আগে বড় ধাক্কা। সুদের হার ০.১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক৷ এর জেরে পুজোর মরশুমে ঋণের সুদ বেড়ে যাবে বলে জানা গেছে৷

স্বাভাবিক ভাবেই যাঁরা ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন তাঁদের উপরে চাপ এবার বৃদ্ধি পাবে৷ ঋণের উপর দিতে হবে বেশি সুদ৷ তবে এখন পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট অপরিবর্তিত রেখেছে৷ সম্প্রতি HDFC ব্যাঙ্ক তাদের লেন্ডিং রেট ০.১০ শতাংশ বৃদ্ধি করার ঘোষণা করেছে৷ এর জন্য অবশ্য শেয়ার প্রাইসে আপাতত কোনও প্রভাব পড়তে দেখা যায়নি৷ ব্যাঙ্কের শেয়ারের দাম ০.১৮ শতাংশ কমে ১৫১৮ টাকা হয়ে গেছে৷ ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে দেখা গেছে যে লোনের বেস রেটে ০.০৫ শতাংশ এবং বেঞ্চমার্ক পিএলআর-এ ০.১০ শতাংশ বাড়ানো হয়েছে৷ নতুন রেট ২৫ সেপ্টেম্বর ২০২৩ থেকে লাগু হয়ে গেল৷ 

 

hire