Big Breaking: পাকিস্তানের ৪টি এয়ারবেস ও ড্রোন লঞ্চপ্যাডকে ধ্বংসস্তূপে পরিণত করলো ভারতীয় সেনাবাহিনী
আর কিছুক্ষণ, ফের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী
এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত
আপাতত প্রচণ্ড গরম থেকে মুক্তি, কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম বাড়বে!
এ কোন সকাল? প্রাণের ঝুঁকিতে আমাদের প্রতিনিধি, শোনা যাচ্ছে পাক-গুলির আওয়াজ
"যখন উপযুক্ত হবে", তখন ক্ষতির পরিমাণ প্রকাশিত হবে! জানাল ভারত
দেশের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ! জানিয়ে দেওয়া হল তারিখ
সূর্য ও শনি একসাথে এই ২টি রাশিকে 'আক্রমণ' করবে, এই ভুল করলে জীবন নরকে পরিণত হবে!
রাজ্য জরুরি অপারেশন সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী! করলেন পোস্ট

জেএনইউ ছাত্র সংসদ নির্বাচন, ৪ আসনেই বামেদের বিরাট জয়

জেএনইউ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
কজম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনে চারটি আসনেই জয়ী হয়েছে বামেরা।

চলতি বছরের ২২ মার্চ শুক্রবার জেএনইউএসইউ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চার বছরের ব্যবধানে জেএনইউ তার পরবর্তী ছাত্র সংসদ পেয়েছে।

কজ

এবিভিপির উমেশচন্দ্র আজমিরাকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন বামেদের ধনঞ্জয়। তিনি ২৫৯৮ ভোট পেয়ে জেএনইউয়ের নির্বাচন কমিটির চেয়ারপার্সন শৈলেন্দ্র কুমার তাকে বিজয়ী ঘোষণা করেন।

কজম

জেএনইউয়ের নির্বাচনী কমিটির চেয়ারপার্সন শৈলেন্দ্র কুমার বলেন, "সভাপতি পদে প্রার্থীদের নাম ধনঞ্জয় (বামে) ২৫৯৮ ভোট, উমেশচন্দ্র আজমিরার (এবিভিপি) ১৬৭৬ ভোট। আমি ধনঞ্জয়কে (বামে) নির্বাচিত ঘোষণা করছি।" 

Add 1

উপরাষ্ট্রপতি পদে ২৪০৯ ভোটে জয়ী হয়েছেন বামেদের অভিজিৎ ঘোষ। কুমার বলেন, "সহ-সভাপতি পদে অঙ্কুর রাই ৮১৪ ভোট, অভিজিৎ ঘোষ (বাঁদিকে) ২৪০৯ ভোট এবং দীপিকা শর্মা (এবিভিপি) ১৪৮২ ভোট। আমি অভিজিৎ ঘোষকে (বামে) নির্বাচিত ঘোষণা করছি।" 

স্ব

স