খুশির খবর দিল মোদী সরকার! অতিরিক্ত টাকা পাবেন কর্মীরা

এতদিন পর্যন্ত এলটিসির টাকার অনুমোদন দিত DoPT। এর ফলে টাকা পেতে কিছুটা দেরি হয়ে যেত।

author-image
Anusmita Bhattacharya
New Update
money 3.jpg

নিজস্ব সংবাদদাতা: লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটা বিশেষ পরিষেবা। বেড়াতে যাওয়ার ক্ষেত্রে একটা বড় ভরসা এলটিসি। এবার এলটিসি নিয়ে নিয়মে বড় বদল আনছে মোদী সরকার। তবে লোকসভা ভোটের আগে এই বদল বহু কেন্দ্রীয় কর্মচারীকে খুশি করে দেবে। সেই নয়া নির্দেশে বলা হয়েছে যে বিভাগগুলির আর্থিক উপদেষ্টার সম্মতিতে বা অধীনস্থ বা সংযুক্ত অফিসগুলির বিভাগীয় প্রধান সম্মতি দিলেই অনুমোদন ছাড়াই কর্মীরা এবার থেকে এলটিসির টাকা পাবেন।

যে সমস্ত কর্মী ৬ মাস পর্যন্ত কোনও অগ্রিম নেননি তারা এই সুবিধা পাবেন। আবার কোনও কর্মী যদি তিন মাস পর্যন্ত অগ্রিম নেন ও এককালীন হিসাবে পুরো টাকা পেতে শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অগ্রিমের টাকা তিন মাসের মধ্যে ফিরিয়ে দেন তাহলে পুরো টাকা হাতে পাওয়ার দিন পর্যন্ত তিনি সুদ পাবেন। লাভ হবে কর্মীদেরই।

hiring.jpg