প্রশ্নপত্র ফাঁস ! অপরাধীর সাজা কত বছরের জানেন ?

ফাঁস হয়েছে প্রশ্নপত্র।

author-image
Adrita
New Update
w

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ নিট ও ইউজিসি-নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। যার যেরে বাতিল হয়ে গিয়েছে ইউজিসির নেট পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁসের জন্য অপরাধীকে কড়া সাজা দেওয়া হবে। তবে জানেন কি এই অপরাধের সাজা কত বছরের ?

CBI to probe compromised UGC NET exam, new dates soon: Education ministry -  India Today

সূত্র মারফত জানা গিয়েছে যে, প্রশ্নপত্র ফাঁস করলেই ১০ বছরের জেল এবং ১ কোটি টাকা জরিমানা করা হবে। প্রশ্নপত্র ফাঁসের তদন্ত চলার মধ্যেই এই নতুন আইন কার্যকরী করা হবে। আগামী ১লা জুলাই থেকে লাগু হতে চলেছে এই আইন। 

FAQ: What is the Difference Between Jail and Prison? - Prison Fellowship

Add 1