নিজস্ব সংবাদদাতা: কংগ্রেসের কোর কমিটির বৈঠকে ঠিক হয়েছিল লোকসভার বিরোধী দলনেতা হবেন রাহুল গান্ধী। দলের সকলে তাঁর কাঁধেই দিয়েছিলেন সেই গুরু দায়িত্ব। আর আজ সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন রাহুল গান্ধী।
/anm-bengali/media/media_files/05n88ExVuVl6AnXK2YI4.jpg)
এদিন কংগ্রেস সংসদীয় দলের কার্যালয়ে বৈঠক করেন কংগ্রেস সাংসদরা। সেখানেই রাহুল গান্ধী লোকসভার বিরোধী দল নেতা নির্বাচিত হওয়ার জন্য তাকে সংবর্ধিত করা হয়।
/anm-bengali/media/media_files/cNNz7iiQnLLwH38Se59N.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)