শক্ত হল ‘হাত’, ‘লিডার’-এর বিরুদ্ধে প্রস্তুত ‘বিরোধী লিডার’ রাহুল

গতকাল সর্ব সম্মতিক্রমে এনডিএ-র লিডার হয়েছেন নরেন্দ্র মোদি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Rahul-Gandhi-3-ezgif.com-webp-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল ছিল এনডিএ শিবিরের সকল সাংসদদের বৈঠক। আর আজ হয়ে গেল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। গতকাল সর্ব সম্মতিক্রমে এনডিএ-র লিডার হয়েছেন নরেন্দ্র মোদি। আর আজ সর্ব সম্মতিক্রমে সংসদের বিরোধী দলনেতা হয়েছেন রাহুল গান্ধী।

rahul khargewr2.jpg

লোকসভা নির্বাচনের বড় চমক দিলেন রাহুল গান্ধী। এদিন বৈঠক শেষে একসাথেই বৈঠকের স্থান ছাড়েন কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে, পার্টির সাংসদ রাহুল গান্ধী, পার্টির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং অন্যান্য দলের নেতারা। দলের সকলের সমর্থনে ‘লিডার অফ অপজিশন’ হয়েছেন রাহুল।

sonia priyanka.jpg

Add 1