নিজস্ব সংবাদদাতা: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে 'ক্যাশ ফর কোয়েরি'র অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে আজ এথিক্স কমিটির মুখোমুখি হচ্ছেন সাংসদ। তার আগে এই বিষয়ে নীরবতা বজায় রাখলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের আইনজীবী জয় অনন্ত দেহরায়।
এদিন তিনি বলেন, “এটি একটি অত্যন্ত গুরুতর বিষয়। বিষয়টি এথিক্স কমিটির সামনে রয়েছে। এটি সম্পর্কে কিছু বলা আমার পক্ষে উপযুক্ত হবে না, তাই আমি এখনই এটি সম্পর্কে কিছু বলতে চাই না। আমার অনুরোধ সত্য বেরিয়ে আসুক। এর বাইরে আমি কিছু চাই না”।
একই সাথে তিনি বলেন, “কি করা উচিত বা কী করা উচিত নয় তা সিদ্ধান্ত নেওয়া কমিটির অধিকার। আমি বা অন্য কেউ কমিটির কাজ ঠিক করতে পারি না। তা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না”।