জেল থেকে কেজরিওয়াল সরকার চালাতে পারবেন! কী বললেন আইনজীবী

আইনজীবী অশ্বনী দুবে বলেন, "সাংবিধানিকভাবে কারাগারের ভিতর থেকে কাউকে সরকার চালাতে বাধা দেওয়া হয় না। তবে সাংবিধানিক নৈতিকতার কথা বলে এটিকে বন্ধ করে দেওয়া যেতে পারে। "

author-image
Tamalika Chakraborty
New Update
advocated editted.jpg

নিজস্ব সংবাদদাতা: অরবিন্দ কেজরিওয়ালের জেল থেকে কাজ চালানোর প্রসঙ্গে আইনজীবী অশ্বনী দুবে বলেন, "সাংবিধানিকভাবে কারাগারের ভিতর থেকে কাউকে সরকার চালাতে বাধা দেওয়া হয় না। তবে সাংবিধানিক নৈতিকতার কথা বলে এটিকে বন্ধ করে দেওয়া যেতে পারে। গণতন্ত্র দাবি করে যে ব্যক্তি, যাকে জনগণের দ্বারা নির্বাচিত করা হয়েছে, তাকে জনগণের সঙ্গে জেলের বাইরে থাকতে হবে। এখানে দিল্লির জনগণের  মুখ্যমন্ত্রীর কাছে কোনও অ্যাক্সেস থাকবে না।"

ARVIND KJJ.jpg

 

 tamacha4.jpeg