উন্নতির বদলে মানুষ পেয়েছে দুর্দশা! দিল্লিতে এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে

দিল্লির প্রয়াত মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের মেয়ে লতিকা দীক্ষিত বলেছেন, উন্নতি বলে রাজ্যে কিছুই হয়নি।

author-image
Tamalika Chakraborty
New Update
latika dikshit

নিজস্ব সংবাদদাতা: দিল্লির প্রয়াত মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের মেয়ে লতিকা দীক্ষিত বলেছেন, "প্রচারের সময় আমরা দেখেছি যে শীলা দীক্ষিত এখনও প্রতিটি ঘরে বেঁচে আছেন। তাঁর পরিবার ছিল দিল্লি এবং তিনি ১৫ বছর ধরে সেই পরিবারটির দেখাশোনা করেছেন। আমরা জনগণের সমস্যা শুনেছি এবং আমরা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রী গত ১০ বছরে তাঁর নির্বাচনী এলাকায় যাননি। রাস্তাঘাটের অবস্থা খারাপ, জল বা বিদ্যুৎ নেই।যদি মধ্য দিল্লির অবস্থা এই হয়, তাহলে আমি ভাবতেও চাই না যে বাকি দিল্লি কেমন আছে।"