নিজস্ব সংবাদদাতা : আজ শুরু থেকেই দাপুটে মেজাজে বোলিং করেছিলেন নাইটদের বোলাররা, যারফলে খুব একটা বড় রান করার সুযোগ পায়নি রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫১ রানেই থেমে যায় রাজস্থানের ইনিংস। কিছুটা রান করতে পারেন যশস্বী জয়সোয়াল (২৯), রিয়ান পরাগ (২৫) আর ধ্রুব জুরেল (৩৩) আর শেষের দিকে ৭ বলে ১৬ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন জোফরা আর্চার।
/anm-bengali/media/media_files/RdUlrp20w6J45CqtyjMG.jpg)
দুটি করে উইকেট পান, বৈভব অরোরা, হরষিত রানা, মঈন আলী, আর বরুন চক্রবর্তী। এখন দেখার বিষয় এটাই যে এই খেলায় শেষ হাসি কে হাসবে।