প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং- তবে শিরোনামে এবার মোদীর ট্যুইট

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

author-image
Aniket
New Update
c

File Picture

নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এবার শিরোনামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্যুইট। তিনি ট্যুইট করে শোক জ্ঞাপণ করেছেন।

India mourns the loss of one of its most distinguished leaders": PM Modi's  tribute for Manmohan Singh

তিনি বলেছেন, "ভারত তার সবচেয়ে বিশিষ্ট নেতাদের একজন, ডঃ মনমোহন সিং জি-কে হারানোর জন্য শোকাহত। নম্র উৎস থেকে উঠে তিনি একজন সম্মানিত অর্থনীতিবিদ হয়ে ওঠেন। তিনি অর্থমন্ত্রী সহ বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন, যা বছরের পর বছর ধরে আমাদের অর্থনৈতিক নীতিতে একটি শক্তিশালী ছাপ রেখে গেছে। সংসদে তার হস্তক্ষেপও ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ। আমাদের প্রধানমন্ত্রী হিসেবে তিনি জনগণের জীবনযাত্রার উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন।”