নিজস্ব সংবাদদাতা: আজ সকাল থেকেই শুরু হয়েছে ফের উদ্ধার অভিযান। আজই ৪১ জন শ্রমিককে বের করে আনা হবে টানেল থেকে এমনটাই আশা করছেন উদ্ধারকারীরা। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সদস্যরা।
এদিন PMO-এর প্রাক্তন উপদেষ্টা, ভাস্কর খুলবে বলেন, “পরিস্থিতি এখন অনেক ভালো। গতরাতে, আমাদের দুটি বিষয়ে কাজ করতে হয়েছিল। প্রথমত, আমাদের মেশিনের প্ল্যাটফর্মটি পুনর্গঠন করতে হয়েছিল এবং দ্বিতীয় পার্সন কোম্পানি গ্রাউন্ড পেনিট্রেশন রাডার তৈরি করতে হয়েছিল। যার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পরবর্তী ৫ মিটারের জন্য কোন ধাতব বাধা নেই। এর মানে হল আমাদের ড্রিলিং মসৃণ হবে আগামী ৫ মিটার। আমরা আশা করি আজ সন্ধ্যার মধ্যে আমরা শ্রমিকদের উদ্ধার করতে সক্ষম হব”।