গণেশ পুজো উপলক্ষে মেটে উঠেছে বাণিজ্য নগরী মুম্বই। অন্যতম বিখ্যাত গণপতি পুজো হল লালবাগচা রাজার পুজো। গণপতি বাপ্পাকে দর্শন করতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।
নিজস্ব সংবাদদাতা: গণেশ পুজো উপলক্ষে মেটে উঠেছে বাণিজ্য নগরী মুম্বই। শনিবার থেকে ১০ দিন ধরে এখানে পালিত হচ্ছে এই পুজো। সাধারণ মানুষের পাশাপাশি বলে বলে তারকারাও মেতে ওঠেন এই অনুষ্ঠানে। সারা বিশ্বেরই অন্যতম বিখ্যাত গণপতি পুজো হল লালবাগচা রাজার পুজো। এ বছর লালবাগের রাজা বা লালবাগচা রাজার পুজোর ৯১তম বছর।১৯৩৪ সালে, লালবাগের রাজা প্রথমবার এসেছিলেন। কয়েক জন মৎস্যজীবী ও ব্যবসায়ী একত্রিত হয়ে মন্ডপ তৈরি করেছিলেন।এই উৎসবে প্রতিদিনই গণপতি বাপ্পাকে দর্শন করতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। রাত বাড়লেও সেই দর্শনে কোন খামতি নেই।