ওয়েনাড়ে ভূমিধসের পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল ? এমনই তথ্য এবার সামনে এল

'মুখ খুলল' জিএসআই।

author-image
Adrita
New Update
স্ব

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ওয়েনাড়ে ভূমিধসের পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল ? এমনই তথ্য এবার সামনে এল। 

Pinarayi Vijayan vs Amit Shah on Kerala landslides: You can't shift blame -  India Today

সূত্র মারফত জানা গিয়েছে যে, এক সপ্তাহ আগে ওয়েনাড়ে ভূমিধসকাণ্ডের সতর্কবার্তা দেওয়া হয়েছিল। পিনারাই বিজয়নকে আগেই এই বিষয়ে জানানো হয়েছিল। এমনই কথা সামনে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

It is a war cry': Kerala Chief Minister Pinarayi slams Amit Shah's push for  Hindi | Kerala News | Manorama

তিনি বলেন, '' কেরলে আগেভাগেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ন'টি দলকে পাঠানো হয়েছিল। কিন্তু কেরল সরকার সময় থাকতে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর বন্দোবস্ত করেনি। তা করা হলে প্রাণহানি কিছুটা হ্রাস পেত। '' 

কিন্তু এই কথাকে অস্বীকার করে মুখ্যমন্ত্রী বলেছেন যে, '' ওয়েনাড়ে ধসের সম্ভাবনা নিয়ে কেন্দ্রের তরফে কেরলকে কোনও সতর্কবার্তা পাঠানো হয়নি। '' 

Amit Shah says Kerala was given early warning on July 23, Pinarayi Vijayan  refutes

Adddd