Cyclone Biparjoy: সন্ধেতে ল্যান্ডফল, দাপট থাকবে মধ্য রাত পর্যন্ত

সন্ধে নাগাদ গুজরাটে হবে বিপর্যয়ের ল্যান্ডফল। এর দাপট থাকবে মধ্যরাত পর্যন্ত। জানালেন এমইটি ডিরেক্টর মনোরমা মোহান্ত। এদিন সন্ধে থেকে শুরু হবে ল্যান্ডফল পক্রিয়া, জানান তিনি।

author-image
SWETA MITRA
New Update
Landfall.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সন্ধে নাগাদ গুজরাট উপকূলে হবে ঘূর্ণিঝড় বিপর্যয়ের ল্যান্ডফল। জানিয়েছে আইএমডি। এদিন সন্ধে থেকে এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল পক্রিয়া চালু হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। 

আহমেদাবাদের এমইটি ডিরেক্টর মনোরমা মোহান্ত ঘূর্ণিঝড় বিপর্যয় নিয়ে বলতে গিয়ে জানান যে, বৃহস্পতিবার সন্ধে থেকে বিপর্যয়ের ল্যান্ডফল পক্রিয়া চালু হবে এবং মধ্য রাত পর্যন্ত তা চলবে। এরই মধ্যে দ্বারকায় শুরু হয়েছে প্রবল ঝড়। জামনগরে ডুবেছে বৃষ্টির জলে। আরও একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।