নিজস্ব সংবাদদাতা: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে 'চাকরির জন্য জমি' কেলেঙ্কারিতে চার্জশিট জমা দিল। এই অভিযোগপত্রে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী, মিসা ভারতী, হিমা যাদব, হৃদয়ানন্দ চৌধুরীসহ অমিত কাত্যালের নাম রয়েছে। অভিযুক্ত করা হয়েছে দুটি প্রতিষ্ঠানকেও। রাউজ অ্যাভিনিউ আদালত ইডিকে আজই চার্জশিট এবং নথির একটি ই-কপি ফাইল করার নির্দেশ দিয়েছিল। আদালত ১৬ জানুয়ারী, ২০২৪- এ বিষয়টির শুনানির জন্য তালিকাভুক্ত করেছে।