নিজস্ব সংবাদদাতা: গতকালই দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের অন্যতম মাষ্টারমাইন্ড ললিত ঝাঁ। তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। আর তারপর কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের মধ্যেই হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
দিল্লি পুলিশ তাঁকে জিজ্ঞাসা করে জানতে পেরেছে, ললিত ঝাঁ গুরুগ্রামে ভিকি নামের এক বন্ধুর বাড়িতে সকলের থাকার ব্যবস্থা করে দেন। এ বছর জানুয়ারি থেকেই সংসদভবনে তাণ্ডব চালানোর পরিকল্পনা শুরু হয় বলে জানা যাচ্ছে। বাদল অধিবেশন চলাকালীন মনোরঞ্জন সংসদ ভবন চত্বরে রেকিও করে যান তিনি। তারপর মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার সহযোগীর সঙ্গে যোগাযোগ করে ১৩ ডিসেম্বর সংসদে ঢোকার পাস জোগাড় করেন ললিত ঝাঁ ও তাঁর দলবল।
ললিত জিজ্ঞাসাবাদের মুখে জানিয়েছে, তারা যে ফোন মারফত একে অপরের সাথে যোগাযোগ করত, সেই ফোন ঘটনার পরই পুড়িয়ে দেওয়া হয়। ফলে আর কোনও প্রমাণ মিলবে না এই ঘটনা সংক্রান্ত বিষয়ে। এখানেই দিল্লি পুলিশের সন্দেহ হচ্ছে, যে ললিত ঝাঁ বিভ্রান্তি সৃষ্টি করার জন্যেই নিজে এসে ধরা দিয়েছেন। এই ঘটনার আরও কোনও বড় মাথা রয়েছে বলেই অনুমান পুলিশের।