রাস্তায় পড়ে রয়েছে বৃদ্ধা, পুঁটলি খুলতেই উদ্ধার হলো লক্ষাধিক টাকা

দেগঙ্গার কালিয়ানি এলাকায় রক্তাক্ত অবস্থায় ভবঘুরে বৃদ্ধা থেকে উদ্ধার হলো ১ লক্ষ ৫৬ হাজার টাকা। পুলিশ বৃদ্ধার পরিচয় ও টাকা পাওয়ার উৎস জানার চেষ্টা করছে।

author-image
Debapriya Sarkar
New Update
dddd

নিজস্ব প্রতিবেদন : দেগঙ্গার কালিয়ানি এলাকায় গতকাল গভীর রাতে ঘটে যাওয়া একটি ঘটনা সত্যিই নজিরবিহীন। টাকি রোডের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা একটি বৃদ্ধাকে দেখতে পান পথচালিত মানুষজন। ওই বৃদ্ধার শরীরের অবস্থান দেখে স্থানীয়রা উদ্বেগে পড়েন এবং দ্রুত দেগঙ্গা থানায় খবর দেন।

FCHKM

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বৃদ্ধাকে উদ্ধার করে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসকরা বৃদ্ধার শরীরের ক্ষতস্থান দেখে অবাক হন, কিন্তু তাঁদের আরও অবাক করে দেয় বৃদ্ধার কাছ থেকে উদ্ধার হওয়া নগদ টাকা। চিকিৎসকরা লক্ষ্য করেন, বৃদ্ধার ময়লা পুঁটুলির মধ্যে থেকে বের হচ্ছে গোছা গোছা ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট। মোট ১ লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার হয়।

aaaaaaaaaaaaaaaa

এই দৃশ্য দেখে হাসপাতালে উপস্থিত পুলিশ এবং স্থানীয়দের চোখ ছানাবড়া হয়ে যায়। বৃদ্ধার দেহ থেকে এত টাকা উদ্ধার হওয়া নিয়ে সবকিছুতে রমরমা পড়ে যায়। পুলিশ টাকাগুলি উদ্ধার করার পর বৃদ্ধাকে বারাসত জেলা হাসপাতালে ভর্তি করে।

money women.jpg

এখন পুলিশের তদন্ত চলছে। তারা বৃদ্ধার পরিচয় জানতে এবং কীভাবে তার কাছে লক্ষাধিক টাকা এল, তা বের করতে চেষ্টা চালাচ্ছে। এলাকাবাসীও এই রহস্য জানার জন্য উন্মুখ হয়ে আছেন। বৃদ্ধার পরিচয় ও তার টাকার উৎস খুঁজে বের করতে পুলিশের উদ্যোগে তদন্ত শুরু হয়েছে।