নিজস্ব সংবাদদাতা: ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে অন্তর্বর্তী বাজেট পেশ করেন, তাতে লাখপতি দিদি স্কিমের লক্ষ্যমাত্রা বাড়ানোর কথা বলা হয়েছিল। অর্থমন্ত্রী দাবি করেন যে লাখপতি দিদি স্কিমের বরাদ্দ এখন ২ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ কোটি টাকা করে দেওয়া হচ্ছে। আজ বাংলায় এসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও লাখপতি দিদি প্রকল্প নিয়ে জোরালো দাবি উঠল।
লাখপতি দিদি প্রকল্প কেন্দ্র সরকারের একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি। এই স্কিমে সরকার মহিলাদের দক্ষতার প্রশিক্ষণ দিয়ে অর্থ উপার্জনে সক্ষম করে যাতে তারা তাদের অর্থনৈতিক অবস্থা ভালো করতে পারে। এই প্রকল্পের অধীনে মহিলাদের LED বাল্ব তৈরি এবং আরও অনেক কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লাখপতি দিদি যোজনার অধীনে ব্যবসা শুরু করার জন্য ঋণ দেওয়া হয়। এর জন্য ওই মহিলাকে রাজ্যের বাসিন্দা হতে হবে এবং যে কোনও স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করা বাধ্যতামূলক৷ আপনাকে আপনার এলাকার স্বনির্ভর গোষ্ঠী দফতরে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ আপনার ব্যবসা সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। এতে আপনার আবেদন পর্যালোচনা করে অনুমোদন করা হবে। তারপর ঋণের জন্য আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে।