নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের একটি সমীক্ষা বলছে যে এক-তৃতীয়াংশ মহিলা চিকিৎসক রাতের ডিউটিতে নিরাপদ বোধ করেন না। এমনকি অনেক মহিলা দাবি করেন যে ডিউটিতে যাওয়ার সময় তাদের সাথে ছোট অস্ত্র বা পেপার স্প্রে রাখতে হয়। অনলাইন সমীক্ষা এটাও বলছে যে রাতের ডিউটিতে ৪৫ শতাংশ ডাক্তারের হেটে ক্ষেত্রে ডিউটি রুম পাওয়া যায় না।
আরজি কর হাসপাতালে নাইট শিফটে এক চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণের পর যেন এক বিভীষিকা ছড়িয়ে গেছে প্রতিটি নারীর মনে।
এই ঘটনার পর দেশজুড়ে মানুষ রাস্তায় নেমে এসেছে।