নিজস্ব সংবাদদাতাঃ উপ নির্বাচনে এবার হার হল বিজেপির। জানা গিয়েছে যে, রামনগরী অযোধ্যার কেন্দ্রে হারের পর এ বার শিবনগরী বদ্রীনাথ পুনরুদ্ধারেও ব্যর্থ বিজেপি।
লোকসভা নির্বাচনে বদ্রীনাথ এবং মঙ্গলৌর আসনটিও কংগ্রেসের ঘরে গিয়েছে। অন্যদিকে, বিজেপি এই দুই কেন্দ্রেই পরাজিত হয়েছে। বদ্রীনাথ আসনে জয় পেতে মরিয়া হয়ে উঠেছিল বিজেপি। তবে ফল প্রকাশেরর পরে আশাহত হত হয়েছে বিজেপিকে।
আরও জানা গিয়েছে যে, বদ্রিনাথে বিজেপি পেয়েছে ২২৯৩৭ ভোট এবং কংগ্রেস পেয়েছে ২৮১৬১ ভোট। অর্থাৎ ৫২২৪ ভোটে কংগ্রেস বিজেপিকে হারিয়েছে।