Big Breaking : ৯৬ টি ফ্লাইট বাতিল! এই মুহুর্তের বড় খবর
স্পেন-পর্তুগালের রাস্তায় বিশৃঙ্খলা— বিদ্যুৎ বিভ্রাটে ধুঁকছে পরিবহন ব্যবস্থা
রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ সপ্তাহ— মার্কো রুবিও
অতি সন্নিকটে ভারতীয় সেনা অভিযান— ইসলামাবাদেও মোতায়েন হলো সেনাবাহিনী, যুদ্ধ বাঁধবে কি?
স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ: সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, বিদ্যুৎ বিপর্যয়ের কারণ খুঁজছে সরকার
স্পেন-পর্তুগালে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ? সাইবার আক্রমণ? জানুন বিস্তারিত
হকিতে বিশেষ অবদান, পদ্মভূষণ পেলেন পিআর শ্রীজেশ
ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান, পদ্মশ্রী পেলেন অশ্বিন
পাত্তা দিল না ট্রাম্প প্রশাসন— রাশিয়ার প্রস্তাবিত তিন দিনের যুদ্ধবিরতি কি ইউক্রেন যুদ্ধের শেষ আনবে?

ক্ষমা চাইবেন না, সাফ জানিয়ে দিলেন কুণাল কামরা

নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দিলেন কুণাল কামরা।

author-image
Tamalika Chakraborty
New Update
kunal kamra

নিজস্ব সংবাদদাতা: স্ট্যান্ড-আপ কমেডিয়ান কুণাল কামরা জানিয়েছেন, ‘গদ্দার’ বা ‘দেশদ্রোহী’ মন্তব্যের জন্য তাঁর কোনও অনুশোচনা নেই। মুম্বই পুলিশের কাছে তিনি স্পষ্ট করেছেন যে, আদালতের নির্দেশ না পেলে তিনি এই বিষয়ে ক্ষমা চাইবেন না।

উল্লেখ্য, কামরার এই মন্তব্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে উদ্দেশ্য করে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই মন্তব্য ঘিরে শিবসেনার কর্মী ও শাসক দলের নেতা-কর্মীরা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সোমবার বলেন, “কুণাল কামরা তাঁর বক্তব্যের মাধ্যমে একনাথ শিন্ডেকে অপমান করেছেন এবং তাঁর উচিত ক্ষমা চাওয়া।” তিনি আরও বলেন, “এই মন্তব্য অত্যন্ত নিন্দনীয়।”

kunal kamra and shinde

এদিকে, মুম্বই পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে কামরা জানান, তিনি ‘গদ্দার’ বা ‘দেশদ্রোহী’ শব্দ ব্যবহারের জন্য অনুতপ্ত নন এবং আদালতের রায় ছাড়া ক্ষমা চাইবেন না। পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, কুণাল কামরা সেই অভিযোগকেও খণ্ডন করেছেন যে, বিরোধী দলের পক্ষ থেকে একনাথ শিন্ডেকে উদ্দেশ্য করে এই মন্তব্য করতে তাঁকে টাকা দেওয়া হয়েছিল।

এ প্রসঙ্গে তিনি মুম্বই পুলিশের কাছে অনুরোধ করেছেন, তাঁর আর্থিক লেনদেনের তদন্ত করা হোক, যাতে স্পষ্ট হয় যে এই ধরনের কোনো লেনদেন আদৌ হয়েছে কি না।