নিজস্ব সংবাদদাতা: রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'আদানি-আম্বানি' মন্তব্যের প্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন, "তিনি (নরেন্দ্র মোদী) এই দেশের প্রধানমন্ত্রী। তাঁর কাছে যদি এই বিষয়ে কোনও তথ্য থাকে, তাহলে ইডি এবং সিবিআই তদন্ত করবে। সাক্ষী হিসেবে তাঁর বক্তব্য দেওয়া উচিত। নির্বাচনী সমাবেশে তিনি এমন বক্তব্য দিচ্ছেন, যা স্পষ্টত দেখায় যে বিজেপি 'রোটি, কাপদা, মাকান' মূল ইস্যু থেকে সরে যাচ্ছে।"