সম্প্রীতির অনন্য নজির, প্রধানমন্ত্রী মোদীকে 'কৃষ্ণের পেইন্টিং' উপহার মুসলিম শিল্পীর

সম্প্রীতির নজির গড়ল কেরালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃষ্ণের একটি ছবি উপহার দেন এক মুসলিম শিল্পী।

author-image
Tamalika Chakraborty
New Update
 MODI KRISHNA.jpg

নিজস্ব সংবাদদাতা: বৈচিত্রের মধ্যে ঐক্যের এক অনন্য উদাহরণ পাওয়া গেল।  জাসনা সেলিম নামের এক শিল্পী বৃহস্পতিবার কেরালার গুরুভুয়ার মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভগবান কৃষ্ণের একটি চিত্র উপহার দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর টুইটার হ্যান্ডেলে উপহারটি সম্পর্কে নেটিজেনদের জানান। তিনি বলেন, সেলিম কয়েক বছর ধরে গুরুভয়ার মন্দিরের দর্শনার্থীদের, বিশেষ করে মূল উৎসবগুলিতে ভগবান কৃষ্ণের ছবি দেন। মোদীর মতে, জাসনা ভগবান কৃষ্ণের একজন  ভক্ত।

রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান ১৬ জানুয়ারি মঙ্গলবার শুরু হয়েছে এবং সাত দিন ধরে চলবে। গর্ভগৃহে রামের মূর্তি স্থাপন করা হবে। উত্তর প্রদেশের অযোধ্যায় ২২ জানুয়ারিতে ৭,০০০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন।