নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদ হিংসার ঘটনায় ফের একবার গর্জে উঠলেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এই বিষয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও একহাত নিলেন তিনি। তিনি বলেন,"মুর্শিদাবাদ হিংসার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব দিক থেকেই ব্যর্থ হয়েছে এবং এক্ষেত্রে সরকার খোদ দাঙ্গাবাজদের রক্ষা করছে। এই দাঙ্গাবাজদের কারণেই মুর্শিদাবাদের হিন্দুদের, নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আর এটা হয়েছে শুধুমাত্র সরকারের প্রশ্রয়ের ফলে।"
/anm-bengali/media/media_files/ATFFQJNpqcUZ0qcHZC0R.webp)
এরপর তিনি আরও বলেন, "অখিলেশ যাদব এখন মমতার দলের মুখপাত্র হয়ে তাকে রক্ষা করার কাজ করছেন, এই কাজের জন্য অখিলেশকেও একদিন ভুগতে হবে।"