নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি বৃহস্পতিবার অর্থাৎ আজ দেশজুড়ে লোকসভা, রাজ্য বিধানসভা এবং স্থানীয় সংস্থাগুলোর একসঙ্গে ভোট করানোর সম্ভাব্যতা নিয়ে রিপোর্ট জমা দিয়েছে।
সূত্রে খবর, রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ১৮,৬২৬ পাতার এই রিপোর্ট জমা দিয়েছে প্যানেল। এই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর গঠনের পর থেকে ১৯১ দিনের স্টেকহোল্ডার, বিশেষজ্ঞদের সঙ্গে ব্যাপক আলোচনা ও গবেষণা কাজের ফল এই প্রতিবেদন।