‘বিজেপি পুরোপুরি বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী’! কটাক্ষ তৃণমূল নেতার

আজ দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। এরই মধ্যে বিজেপিকে নিশানা করে বড় মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু সেন।

author-image
Probha Rani Das
New Update
shantanusend1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোট নিয়ে রাজ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে বিশেষ মন্তব্য করলেন তৃণমূল নেতা শান্তনু সেন

shantanu sen dfe.jpg

তিনি বলেছেন, “এতক্ষণে এটা সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি পুরোপুরি বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী। সন্দেশখালির মহিলাদের সম্মান ও সম্মান নিয়ে তারা যেভাবে খেলেছে, তাতে এটা স্পষ্ট হয়ে গেছে যে ছোটখাটো নির্বাচনী রাজনীতি করার জন্যও তারা মাত্র ২০০০ টাকা খরচ করে মহিলাদের মিথ্যা ধর্ষণের অভিযোগ দায়ের করতে বাধ্য করে।

shantanusend2.jpg

তিনি আরও বলেন, “যে ভিডিও সামনে এসেছে তাতে তারই প্রমাণ মিলেছে। ভিডিওতে বিজেপি মণ্ডল সভাপতিকে একই কথা স্বীকার করতে দেখা গেছে। সুতরাং মানুষ বুঝতে পেরেছে যে ক্ষুদ্র ভোটের রাজনীতির জন্য তারা পশ্চিমবঙ্গের মহিলাদের সম্মান নিয়ে খেলেছে। সেই প্রতিবাদ শুধু এই পর্বেই নয়, আগামী তিন দফায় শুধু সন্দেশখালিতেই নয়, গোটা দেশে গোটা মহিলা সমাজ বিজেপিকে যোগ্য জবাব দেবে।

Add 1