নিজস্ব সংবাদদাতাঃ কলকাতায় তৃণমূল নেতা কুণাল ঘোষের কথায়, “মাসখানেক আগে দলের কাছে আমি অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছিলাম। তারকা প্রচারকের তালিকায় আমিও ছিলাম, কিন্তু এখন নেই। দল নতুন মুখকে সুযোগ দিয়েছে, এটা ভালো দিক। চাকরি নিয়োগের ক্ষেত্রে কিছু ভুল হয়েছে বলে দলের কাছে দীর্ঘদিন ধরে তথ্য ছিল। সেই কারণেই ২০২১ সালে শিক্ষা দফতর থেকে সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। দল যদি এই বিষয়ে গুরুত্ব সহকারে হস্তক্ষেপ করত তবে চাকরিপ্রার্থীদের কোনও সমস্যায় পড়তে হত না। আমরা সিস্টেমটিকে অস্বস্তিকর হওয়া থেকে থামাতে পারতাম। পার্টিতে যে দৃশ্য চলছে তা আমি উপভোগ করছি, এটি একটি কমেডি চলচ্চিত্র চলছে।”