২০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকেনি? এখনই এই নম্বরে ফোন করুন

সম্প্রতি মোদী সরকার ভারতীয় কৃষকদের ১৪তম কিস্তির টাকা পাঠিয়েছে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের আওতায়। কেউ কেউ সেই টাকা এখনও পাননি। এই নম্বরে ফোন করে নিন।

author-image
Anusmita Bhattacharya
New Update
money2

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের ১৪তম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। সরকারের এই সিদ্ধান্তে প্রায় ৮.৫ কোটি কৃষক উপকৃত হবেন। কিন্তু পিএম কিষাণের টাকা এখনও অনেকেরই অ্যাকাউন্টে আসেনি। চিন্তা করার প্রয়োজন নেই। যদি সেই টাকা অ্যাকাউন্টে না আসে তাহলে কী করতে হবে তা বলে দিয়েছে সরকার। 

কৃষি মন্ত্রকের তরফে ইতিমধ্যে এই বিষয়ে জানানো হয়েছে যে কোনও সুবিধাভোগী যদি প্রধানমন্ত্রী সম্মান নিধি প্রকল্পের টাকা না পান আর সেই অভিযোগ করেন তাহলে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফোন নম্বরে অভিযোগ জানানো যেতে পারে। সোমবার থেকে শুক্রবার খোলা থাকে হেল্পডেস্ক। রইল সেই ফোন নম্বরের তালিকা: 

PM কিষাণ টোল ফ্রি নম্বর: 18001155266

PM কিষাণ হেল্প লাইন নম্বর: 155261

PM কিষাণ ল্যান্ডলাইন নম্বর: 011-23381092, 23382401

PM কিষাণ নয়া হেল্পলাইন নম্বর: 011-24300606

PM কিষাণের আরও একটি হেল্প লাইন নম্বর: 0120-6025109