কেমন হয়েছে অযোধ্যার বিমান বন্দর?

বিমানবন্দরের নামকরণ হয়ে গিয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Ayodhya Airport.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এর আগে নিজেই পরিদর্শন করে গেছেন অযোধ্যার বিমানবন্দর। কাজ কি রকম ভাবে এগোচ্ছে, সেই বিষয়ে খতিয়ে দেখেছেন তিনি। আর আগামীকাল সেই বিমানবন্দরই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই বিমানবন্দরের নামকরণ হয়ে গিয়েছে। অযোধ্যা বিমানবন্দর মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত হবে এবার থেকে। এদিন সেই বিমানবন্দরের ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

এদিন তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন করবেন। এটি নিশ্চিত হয়ে বলতে চাই যে, বিপুল সংখ্যক পর্যটক কোনো অসুবিধা ছাড়াই অযোধ্যা রাম মন্দির পরিদর্শন করতে পারবেন। এটি আধুনিক নির্মাণের জন্য প্রধানমন্ত্রী মোদির প্রস্তাব ছিল। বিভিন্ন ধরনের বিমান অযোধ্যা বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হবে যার মধ্যে রয়েছে Airbus A321 এবং Boeing 737-এর মত উল্লেখযোগ্য বিমানগুলিও। অযোধ্যার রাম মন্দির শুধু দেশের সম্পদ নয়, বিশ্বের দরবারেও নতুন মাত্রা যোগ করতে চলেছে এই স্থাপত্য”।

 

hiren