নিজস্ব সংবাদদাতা : হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের আর বাকি মাত্র একরাত। আগামীকাল পুরী রেলওয়ে স্টেশন থেকে হবে যাত্রা পথের শুভ সূচনা। গ্রিন সিগন্যাল দেখাবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বুধবার ট্রেনের ভাড়া ও যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে জানালেন খড়গপুরের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাজেশ কুমার। তিনি জানিয়েছেন, ২০ মে থেকে বাণিজ্যিক পরীষেবা শুরু হবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। ট্রেনটিতে মোট কোচ থাকছে ১৬টি। এর মধ্যে আবার ১৪ টি চেয়ার কার। ২ টি এক্সিকিউটিভ চেয়ার কার কোচ রয়েছে।
আরামদায়ক ও সুরক্ষিত যাত্রার জন্য রয়েছে অটো স্লাইডিং দরজা সহ ৩৬০ ডিগ্রি ঘূর্ণনশীল আসন, বায়ো টয়লেট, অ্যান্টি-কলিশন কাভাচ সুবিধা, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা। ঝাঁকুনি বা শব্দ কোনোটাই অনুভূত হবে না যাত্রীদের। পুরী যাওয়ার সময় ইকোনমি চেয়ার কারের ক্ষেত্রে ভাড়া ১২৪৫ টাকা (ক্যাটারিং চার্জ সহ), ক্যাটারিং চার্জ ছাড়া ভাড়া ১১২৫ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে ক্যাটারিং চার্জ সহ ভাড়া পড়বে ২৪০০ টাকা। ক্যাটারিং চার্জ ছাড়া ভাড়া ২২৪৫ টাকা। পুরী থেকে হাওড়ায় ফেরার সময় ক্যাটারিং চার্জ সহ ইকোনমি চেয়ার কারের ভাড়া ১৪১০ টাকা। ক্যাটারিং চার্জ ছাড়া ভাড়া ১১২৫ টাকা। এক্সিকিউটিভ ক্লাসে পুরী থেকে হাওড়ার ভাড়া প্রায় ২৫৯৫ টাকা (ক্যাটারিং চার্জ সহ) এবং ক্যাটারিং চার্জ ছাড়া ভাড়া ২২৪৫ টাকা। তবে, বৃহস্পতিবার হাওড়া-পুরী রুটে ছুটবে না বন্দেভারত। পুরীর পথে খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝার রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোডে স্টপেজ থাকবে।