বিশ্বজয়, আজ দিনভর ঠাসা কর্মসূচি-দম ফেলার সময় নেই টিম ইন্ডিয়ার! জানুন

ট্রফি হাতে ঘরে ফিরল সোনার ছেলেরা।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
1ruh3g0o_rohit-sharma_625x300_30_June_24

file pic

নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে ঘরে ফিরে এল সোনার ছেলেরা। টি-২০ বিশ্বকাপ জয়ের পরও দেশে ফিরতে পারছিল না টিম ইন্ডিয়া। হ্যারিকেন বেরিলের দাপটে বার্বাডোজেই আটকে ছিলেন রোহিত-বিরাটরা। অবশেষে বিশেষ চার্টার্ড ফ্লাইটে বার্বাডোজ থেকে দিল্লিতে উড়িয়ে আনা হল বিশ্বকাপজয়ী দলকে। সূত্রে খবর, আজ দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে টিম ইন্ডিয়ার।

জানা গিয়েছে, আজ প্রথমে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন ভারতীয় ক্রিকেট দল। তারপর, মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেবে টিম ইন্ডিয়া। বিকেলে প্রথমে হুড খোলা বাসে রোড শো করবেন বিশ্বকাপ জয়ী দল। দুই ঘণ্টা ধরে শহরের বিভিন্ন বিখ্যাত জায়গা, যেমন নারিম্যান পয়েন্ট, মেরিন ড্রাইভের পথ ধরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এসে পৌঁছাবে বাস। সেখানেও ভারতীয় দলের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Adddd