প্রবীণ নাগরিকদের জন্য আয়কর জমা দেওয়ার নয়া নিয়ম, জেনে নিন

বছরের শুরুতে আয়কর দেওয়া নিয়ে চিন্তা থেকে যায়।

author-image
Adrita
New Update
d

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আয়কর রিটার্ন করা এক ঝামেলা হয়ে দাঁড়িয়েছে। তবে এবার প্রবীণ নাগরিকদের জন্য আয়কার রিটার্ন এর জন্য বিশেষ সুবিধা নিয়েছে প্রশাসন। 

Income Tax Slab for Senior Citizens and Super Senior Citizens – A to Z Guide

মূলত যাদের বয়স ৬০ বছরের বেশি তাদের আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক। তবে ১৯৬১ সালের ১৯৪পি ধারা অনুযায়ী, যদি কোন ব্যক্তির বয়স যদি ৭৫ বছর বা তার বেশি হয় তখন সেই ব্যক্তিকে কোনরকম আয়কর জমা করতে হবে না। অবশ্য এর ক্ষেত্রে কিছু শর্তাবলী প্রযোজ্য। সেগুলি হল: কোন দাতার বয়স অবশ্যই ৭৫ বছরের বেশি হতে হবে। সে ব্যক্তির পেনশন থাকা বাঞ্ছনীয়। এছাড়াও সেই ব্যক্তিকে নির্দিষ্ট কোন একটি ব্যাংক থেকে ডিক্লারেশন জমা দিতে হবে। 

মূলত দেশের প্রবীণ নাগরিকদের সুবিধের জন্য এই নিয়ম তৈরি করা হয়েছে।

Income Tax | Ways To Save On Your Income Tax | Money | HerZindagi

Add 1