নিজস্ব সংবাদদাতা: আজকাল প্রায় সবার সংসারেই গ্যাস সিলিন্ডার থাকে। সরকারিভাবে গ্যাস সিলিন্ডারের উপর একটা ভর্তুকি দেওয়া হচ্ছে। যদিও এই সুবিধা সকলেই পাচ্ছেন না। গ্যাস সিলিন্ডারের উপর ভর্তুকি কেবল উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরাই পাচ্ছে। এতদিন পর্যন্ত এই ভর্তুকি ছিল ২০০ টাকা। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার ১০০ টাকা ভর্তুকি বাড়িয়ে দিয়েছে। সিলিন্ডার বুকিং করার পর সেই সিলিন্ডার ডেলিভারি হতেই এই ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়।
বর্তমানে একটি গ্যাস সিলিন্ডার পাচ্ছেন ৯২৯ টাকায়। তবে এই দাম অঞ্চলের উপর নির্ভর করে সামান্য পাল্টে যেতে পারে। অর্থাত্, ভর্তুকির টাকা হিসেব করলে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা একটি সিলিন্ডার পেয়ে যাবেন মাত্র ৬২৯ টাকায়। যাঁরা ইন্ডেন LPG গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন তাঁরা https://cx.indianoil.in/EPICIOCL/faces/GrievanceMainPage.jspx লিঙ্কে গিয়ে LPG অপশনে ক্লিক করুন। সেখানে অনেক অপশনের মধ্যে থেকে ভর্তুকি সংক্রান্ত অপশনটি নির্বাচন করুন। তিন ধরনের অপশনের মধ্যে থেকে ভর্তুকি না পাওয়া সংক্রান্ত অপশন ক্লিক করুন। এরপর নিজের মোবাইল বা গ্যাস সংযোগের আইডি দিতে হবে। তা Submit করতে হবে। ভর্তুকি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন।