১ অক্টোবর থেকে বাধ্যতামূলক! কী কী কাজে লাগবে আধার?

এবার বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে আধার কার্ডের তথ্য। আগামী মাস থেকে এই নিয়ম কার্যকর হয়ে যাবে। জেনে নিন এই সম্পর্কে বিস্তারিত।

author-image
Anusmita Bhattacharya
New Update
aadhaar

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এই মাস শেষ হলেই অর্থাৎ ১ অক্টোবর থেকে পিপিএফ, এসএসওয়াই, পোস্ট অফিস স্কিম ইত্যাদিতে আধার তথ্য দেওয়া বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে। নতুন নিয়ম অনুসারে এই সকল ক্ষেত্রে যদি কেউ আধার তথ্য না দেন তাহলে তাকে সমস্যায় পড়লেও পড়তে হতে পারে। সুতরাং যদি এই সকল ক্ষেত্রে বিনিয়োগের সময় কেউ আধার নম্বর না দিয়ে থাকেন তাহলে তাকে সেই আধার নম্বর সংযুক্ত করে দিতে হবে।

rectify impact.jpg