কে এই ভজনলাল শর্মা?

বসুন্ধরা রাজেই এদিন রাজ্যের পরবর্তী মুখ্যমনত্রী হিসেবে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ভজনলাল শর্মার নাম ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে রাজ্যে বিজেপির সংগঠন সামলালেও, এতটাই লো-প্রোফাইলে থাকেন ভজনলাল, যে রাজ্যের বাইরে তাঁর সেভাবে পরিচিতিই নেই। তাই, সকলকে চমকে দিয়ে বিজেপির পক্ষ থেকে তাঁর নাম রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণার পর, অনেকের মনেই জেগেছে প্রশ্ন, কে এই ভজনলাল শর্মা?

সাঙ্গানার আসনে বিজেপি জয় এক প্রকার নিশ্চিত ছিল

২০২৩ সালের নির্বাচনেই প্রথম নির্বাচনী রাজনীতিতে হাতে খড়ি হয় ভজনলাল শর্মার। তাঁর বাড়ি জয়পুরের জওহর সার্কেলে। তবে, তিনি মূলত ভরতপুরের বাসিন্দা। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে, তাঁকে প্রথমবার বিধায়ক প্রার্থী হিসেবে টিকিট দিয়েছিল বিজেপি। তবে, ভরতপুর থেকে নয়, তাঁকে প্রার্থী করা হয়েছিল জয়পুরের সাঙ্গানার আসন থেকে। আসলে বরতপুরে বিজেপির শক্তি তুলনামূলকভাবে কম। সেই দিক থেকে সাঙ্গানার আসনে বিজেপি জয় এক প্রকার নিশ্চিত ছিল।