BREAKING : তড়িঘড়ি তিন সেনা প্রধানের সাথে বৈঠক করলেন মোদি ! কোন বড় সিদ্ধান্তের পথে ভারত ?
BREAKING : পাকিস্তানকে শিক্ষা দিতে আমাদের সেনাবাহিনীই যথেষ্ট ! এবার সেনাবাহিনীকে নিয়ে বড় মন্তব্য করলেন তেজস্বী যাদব
৩০০-৪০০টা ড্রোন ঢুকেছিল ভারতের আকাশে, স্পষ্ট করলেন কর্নেল কুরেশি
BREAKING : জরুরি অবস্থার জোরদার প্রস্তুতি গুজরাটে ! বাতিল হল সরকারি কর্মীদের ছুটি
BREAKING : বেসামরিক বিমানের আড়ালে হামলা চালিয়েছে পাকিস্তান ! বড় দাবি করলেন উইং কমান্ডার ভূমিকা সিং
BREAKING : ভারতীয় সেনাকে কুর্নিশ জানাই ! এবার ভারতীয় সেনাকে নিয়ে বড় মন্তব্য করলেন কেশব প্রসাদ মৌর্য
BREAKING : আপদকালীন পরিস্থিতির জন্য কতটা প্রস্তুত রাজ্য ? নিশ্চিত করতে ক্যাবিনেট বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
‘দেশরক্ষার জন্য আমি আমার সিঁদুর পাঠাচ্ছি’, নববধূর এই কথায় এখন শক্তি জওয়ান মনোজ ধ্যানেশ্বর পাতিলের
BREAKING : মাদ্রাসার ছাত্রদের নিয়ে যুদ্ধ করবে পাকিস্তান ! ফের বিতর্কিত মন্তব্য করলেন

বন্ধ হয়ে যেতে পারে পেনশন! তাড়াতাড়ি ক্লিক করুন

আপনি কি পেনশন পান? তাহলে এবার সরকার একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে যার মধ্যে আপনাকে একটি সার্টিফিকেট জমা করতে হবে। জেনে নিন এখানে ক্লিক করে।

author-image
Anusmita Bhattacharya
New Update
money 2.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: অবসর জীবনযাপন করছেন? চাকরি জীবন শেষে এখন পেনশনের সুবিধা সবাই চায়। তাহলে কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। পেনশনভোগীদের জন্য সরকারের তরফে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে যা সঠিক ভাবে না মানলে গুরুতর সমস্যায় পড়তে হতে পারেআপনাকে। এমনকি পেনশন বন্ধ হয়ে যাওয়ার মতোও পরিস্থিতি হতে পারে।

প্রতি বছরের মতো এবারেও পেনশনভোগীদের করতে হবে একটি বিশেষ কাজ। পেনশনের সুবিধা যারা পেয়ে থাকেন তাদের একটি বার্ষিক লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। এই সার্টিফিকেট জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা আছে যা সরকার নির্ধারণ করে দিয়েছে। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ কবে? জানা গেছে যে চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যেই লাইফ সার্টিফিকেট জমা দিতে দিতে হবে পেনশনভোগীদের। নির্দিষ্ট তারিখের পরে জমা দিলে সেটা আর গণ্য করা হবে না।

যারা পেনশনের সুবিধা ভোগ করেন তাদের জন্য আধার ভিত্তিক ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা লাইফ প্রুফ পরিষেবা নামে একটি বিশেষ পরিষেবা দিয়ে রেখেছে সরকার। এখন প্রশ্ন হল যে এই লাইফ সার্টিফিকেট কীভাবে এবং কোথায় জমা করবেন নির্ধারিত সময়ের মধ্যে? যদি আপনার পেনশন এসবিআই ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা হয় তাহলে সেই ব্যাঙ্কেরই শাখায় লাইফ সার্টিফিকেট জমা করবেন আপনি। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কেও জমা দেওয়া যাবে এই বিশেষ সার্টিফিকেট। এছাড়া অনলাইনেও জমা দেওয়া যাবে আপনার লাইফ সার্টিফিকেট। সরকারি ওয়েবসাইটেও জমা করতে যাবে এই সার্টিফিকেট। জীবন প্রমাণ পোর্টালের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন পেনশনভোগীরা। এমনকি জমা দিতে পারেন ফেস অথেনটিকেশন পদ্ধতিতেও। আর যারা বাড়ির বাইরে সহজে বেরোতে পারেন না তাদেরও চিন্তা করার কোনো দরকার নেই। পোস্টম্যানের মাধ্যমেও নিশ্চিন্তে জমা করে দিতে পারবেন লাইফ সার্টিফিকেট।

rectify impact.jpg